টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) সকালে নাগরপুর ও ঘাটাইল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাগরপুর উপজেলার শুনচি গ্রামের ওমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও একই উপজেলার কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম আলী (১৯) এবং ঘাটাইল উপজেলার বড়মেধার পীরপাড়া এলাকার আব্দুল বাছেদ (৬০)।
নিহতদের মধ্যে মাসুদ ও শাকিল নাগরপুর উপজেলার পাকুটিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল চালক এবং ট্রাক চালক একে অপরকে না দেখতে পারায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলে থাকা ওই দুই কলেজছাত্র ঘটনাস্থলেই মারা যায়। রোববার ভোরে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের শেখ হাসিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া চৌধুরীবাড়ির মোড়ে মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ আব্দুল বাছেদ নিহত হন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ