নড়াইলে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের আলোচনা ও জেলা কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব কবি আশামণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিষদের জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান মোল্যা, কল্যাণ মুর্খাজি ও তাপস কুমার পাল, সহসভাপতি সৈয়দ নূর আলী, সাধারণ সম্পাদক বক্তিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুবোধ কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, সহ-আইন বিষয়ক সম্পাদক সোহেলী সুলতানা শিলি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, দফতর দম্পাদক মনিকা মজুমদার, সদস্য আলমগীর সিদ্দিকী, সাবিনা ইয়াসমিন নয়ন, কৃষ্ণদাস তরফদার, মিজানুর রহমান, সবুজ সুলতান, কবি লিপিকা সুলতানা, হাসনা হেনাসহ অনেকে।
আলোচনা সভায় জানানো হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ তরুণ লেখকদের অংশগ্রহণে স্মরণিকা এবং তরুণ লেখক পরিষদের মুখপত্র ‘বজ্রকণ্ঠ’ পত্রিকা প্রকাশিত হবে।
এ ছাড়া অনুষ্ঠানে শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা ‘চন্দ্রকথা’ ও বই উপহার, স্বরচিত কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ