ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কচুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই বাড়ির মো. ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (২) সহোদর ভাই মহিন তালুকদারের ছেলে আবরার হোসাইন (৩)। মারা যাওয়া শিশুরা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুদের দাদা মকবুল হোসেন তালুকদার জানান, আমার নাতি আবু সাঈদ ও আবরার হোসাইন একসঙ্গে খেলছিল। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে তাদের মরদেহ ভাসমান দেখতে পায় পরিবারের লোকজন।

আবু সাঈদ ও আবরার হোসাইনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম রায়হান মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, শিশু দুটির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাদের মৃত্যুতে পূর্ব কালচোঁ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ