ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কাউখালীতে দুই মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:২৬

পিরোজপুরের কাউখালীতে দুই মাদক সেবনকারীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা এ দণ্ডাদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নিলতী গ্রামের আশ্রাফ আলী খানের ছেলে তরিকুল ইসলাম খান (২৩) ও পারসাতুরিয়া গ্রামের মোসলেম আলী হাওলাদাদের ছেলে মিরাজ হোসেন হাওলাদার (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজার থেকে সন্দেহবাজন হিসেবে দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করলে তাদের কাছ থেকে গাজা পাওয়া যায়। থানা পুলিশ মো. স্বজল মোল্লাকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আটক দুইজনকে মাদক সেবন ও পরিবহনের অপরাধে তরিকুল ইসলাম খান ও মিরাজ হোসেন হাওলাদারকে মাদকদ্রব্য আইনে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

এর আগে মাদকবিরোধী অভিযান পরিচালন করেন কাউখালী থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম, এসআই অশোক ও এএসআই জামান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদর নীতি জিরোটলারেন্স। আপনারা মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ সম্পর্কে উপজেলা প্রশাসন ও কাউখালী থানা পুলিশকে অবহিত করবেন। আমরা আপনাদের নাম ঠিকানা গোপন রেখে অভিযান পরিচালনা করব।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ