ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

তাড়াশে এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৪ শতাধিক

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:২৪

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, বয়স্কসহ চার শতাধিক ডায়রিয়া ও দুই শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাড়াশে শীতের তীব্রতা বেড়েছে। এতে শিশু ও বয়স্ক মানুষের কষ্ট বেড়েছে। গত ১ মা‌সে জরুরি ও বর্হির বিভাগে প্রায় তিন শতাধিক ডায়রিয়া ও দুই শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়েছেন। আর ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত অধিকাংশই শিশু এবং বৃদ্ধ।

তাড়াশ তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মূলত শীতকালে কখনও কখনও ডায়রিয়া ও নিউমোনিয়ায় প্রকোপ বৃদ্ধি পায়। এবারও শীতের তীব্রতা বাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী একটু বেড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এই হাসপাতালে এসব রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এমনিতেই ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা নিলে তিন থেকে চার দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

এ ছাড়া শীতের এই সময়ে সবাইকে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তি‌নি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ