বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে উপসচিব মো. ইসরাইল হোসেনকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত গত বৃহস্পতিবারের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিসিসির একাধিক সূত্রমতে, এর আগে বেশ কয়েকজন প্রধান নির্বাহীকে দায়িত্ব প্রদান করা হলেও তারা যোগদান করেননি।
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, প্রধান নির্বাহী হিসেবে ইসরাইল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে শুনেছেন। তবে এখনো দেখেননি। যোগদানের বিষয়েও তিনি কিছু জানেন না।
জানা গেছে, ইসরাইল হোসেন বর্তমানে খুলনা কারিগরি শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালক আরডিও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময়েও বিসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ