ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে পুকুর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪০

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস দিতে গিয়ে মরদেহ ভাসতে দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে একজন দেখে পুলিশকে খবর দেয়। এসময় ওই যুবতী হলুদ রঙের সোয়েটার ও লাল রঙের সালোয়ার পরনে ছিল।

টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান বলেন, আমরা অনেক বার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। মরদেহ পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিহাতী থানার এসআই আসাদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ