জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলে ওলিয়ার মোল্যা (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে জেলার লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক ওলিয়ার ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন মিলে ওলিয়ার মোল্যাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় ওলিয়ার বাড়ি থেকে কাজের উদ্দেশে মাঠে যাচ্ছিলেন।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ