গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাতনামা এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলার উড়াল সেতুর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে অজ্ঞাতনামা ওই ব্যক্তি চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে চন্দ্রা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সালনা হাইওয়ে (কোনাবাড়ি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়া শতাব্দী/আতারা/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ