ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শুরু

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল চারটা পর্যন্ত। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ফলে আসনটির চূড়ান্ত ফল ঘোষণাও আটকে যায়। ৮ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানান, ১৩ জানুয়ারি এই কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসন। স্থগিত হওয়া এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। নৌকা প্রতীকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ