ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম মমতাজের

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ২১:৪৫

মানিকগঞ্জ-২ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এ সময়ে মধ্যে সমর্কদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে নিজেরাই হামলাকারীদের মোকাবিলা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আল্টিমেটাম দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও আল্টিমেটামের কথা জানান তিনি।

তিনি বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, আওয়ামী লীগ ক্ষমতায়। আমাদের দল ক্ষমতায় থাকার পরও যদি আমাদের নেতাকর্মীর ওপর হামলা অত্যাচার চলতে থাকে তাহলে আমরা বসে থাকব না। যারা অরাজকতা করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে এবং নৌকার কর্মীদের টার্গেট করে হামলা, মারধর করছে আমরা তাদের তালিকা করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ যদি এসব আসামিদের গ্রেফতার না করে বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়, পুলিশ প্রশাসন যদি চুপ করে বসে থাকে তাহলে আমরাই নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবো এবং সিংগাইর-হরিরামপুরের জনগণকে সাথে নিয়ে আসামিদের বাড়ি ঘেরাও করব, এটাই আমাদের কর্মসূচি।

মমতাজ বলেন, নির্বাচনের পর থেকে বিজয়ী জাহিদ আহমেদ টুলুর কর্মী-সমর্থকরা আমার নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে। এ পর্যন্ত প্রায় ৫০ জন কর্মীকে মারধরসহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। তার নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে। এসব ঘটনায় সিংগাইর ও হরিরামপুর থানায় বেশ কয়েকটি মামলাও করেছি। কিন্তু আজকে পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে বা গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন।

এর আগে, কয়েকটি পথসভায় হামলাকারীদের ঘর থেকে ধরে আনার ঘোষণা দেন মমতাজ। সন্ধ্যায় হরিরামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

প্রসঙ্গত, ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হন মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ ভোটের মধ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। নির্বাচনে দেওয়ান জাহিদ টুলু ৬ হাজার ৮৯৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ