ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের স্লিপারের ক্লিপ খুলে নেওয়ার সময় আশিক (২৭) নামের এক যুবককে আটক করেছে আনসার।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার হাতিখলাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আশিক গফরগাঁও পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে।

গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশিক নামের এক যুবক ৭ নম্বর পয়েন্ট থেকে রেললাইনের স্লিপারকে আটকে রাখার ক্লিপ খুলে নেওয়ার সময় রেললাইন পাহারায় নিয়োজিত আনসার সদস্যদের নজরে পড়ে। এসময় চার আনসার মিলে তাকে ধাওয়া করে হাতিখলা বাজার এলাকা থেকে আটক করে। পরে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হলে তিনি তার পরিচয় শনাক্ত করেন।

এই যুবকের ব্যাপারে রেলওয়ে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ