ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তি পেলেন বিএনপির ৫ নেতা

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৮:২৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১৮:৪০

গাজীপুর জেলা কারাগার থেকে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় বিএনপির পাঁচ নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে দুই মাস কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্ত অন্যরা হলেন, বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিলন হোসেন, সদস্য এসএম শামীম, মো. রবিউল ইসলাম, বাসন থানাধীন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোশারফ হোসেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২০২৩ সালে বিস্ফোরকদ্রব্য আইনের দুইটি করে মামলা রয়েছে। তারা ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।

মনির জানান, তার নামে বিগত ২০১৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দণ্ডবিধিসহ বিশেষ ক্ষমতা আইনে দুইটি এবং ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দণ্ডবিধিসহ বিস্ফোরকদ্রব্য আইনে আরও দুইটি মামলা হয়। সারাদেশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসন থানা বিএনপির উদ্যোগে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার জয়দেবপুর সড়কে মিছিল করতে গিয়ে গত বছরের ৬ নভেম্বর সকাল ৬টার দিকে গ্রেফতার হন তারা।

আসামি পক্ষের আইনজীবী (গাজীপুর জজ কোর্টের) মো. সোহেল রানা জানান, গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে বিস্ফোরকদ্রব্য আইনের দুইটি মামলায় মনিরুল ইসলামসহ ৫ জন ও গাজীপুর আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনের অপর দুইটি মামলায় মনিরুল ইসলাম যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি জামিন লাভ করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ