ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭

নড়াইলের লোহাগড়ায় দুটি এনআই এক্টের মামলায় ছয় মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজান শিকদারকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সাড়ে ৭টার দিকে লোহাগড়া থানার ইতনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজান শিকদার লোহাগড়া উপজেলার ইতনা ইউপির ইতনা বাজার (বাকপাড়া) গ্রামের লুৎফর শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের তত্ত্বাবধানে এসআই (নি.) কাজী বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইতনা ইউনিয়নে অভিযান চালিয়ে রাত সাড়ে ৭টার দিকে ইতনা বাজার থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ