ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মহিলা ভাইস চেয়ারম্যানের কুপ্রস্তাব ফিরিয়ে বিপাকে যুবক 

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পিংকির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকাণ্ড, কুপ্রস্তাব ও শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে।

জনসম্মুখে যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের অভিযোগে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন আশিকুর নামে ভুক্তভোগী ওই যুবক।

অভিযোগে বলা হয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন দীর্ঘদিন ধরে ওই যুবককে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার সাথে শারীরিক সম্পর্ক করতেও বাধ্য করা হয়। এতে ওই যুবক রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে শহরের বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন। এসময় ওই যুবককে ইলেকট্রিক মেশিন দিয়ে বৈদ্যুতিক শক দেয় এবং মুখে ও শরীরে এলোপাথারি আঘাত করে। এমনকি তাকে খুনের হুমকি দেন বলে জানান ওই যুবক।

ভুক্তভোগী ওই যুবক বলেন, আমি বিভিন্ন যাত্রা ও মঞ্চে গান পরিবেশন করি। এতে যে টাকা পয়সা পাই, চেয়ারম্যান পিংকি সেটাও আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। সেই সাথে ভাইস চেয়ারম্যান অনৈতিক ও শারীরিক সম্পর্ক করতে বলেন। এতে রাজি না হওয়ায় পিংকি নির্যাতন করেছেন।

তিনি বলেন, ভাইস চেয়ারম্যান কি আইনের ঊর্ধ্বে, যা বলবেন সব মেনে নিতে হবে। তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এসময় তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। অভিযোগের বিষয়ে তিনি বলেন, থানা থেকে এখনো কোনো খবর পাইনি।

কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই শারমিন অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান পিংকির বিরুদ্ধে আশিকুর নামে একজন অভিযোগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করবেন।

তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ জানান, এটা সাধারণ ব্যাপার। তারপরও তদন্তে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ