পৌষের শেষে এসে জয়পুরহাটে ঘন কুয়াশা আর শীতল হাওয়ার দাপট আরও বেড়েছে। সেই সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। দিনে ও রাতে বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা। আজ শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস।
গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জেলায় সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো অঞ্চল। ফলে গরম কাপড় না পেয়ে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল ও দরিদ্র মানুষ। ঠাণ্ডায় কাজে যেতে পারেনি বয়স্ক শ্রমজীবীরা।
চিকিৎসকরা পরিস্থিতি বিবেচনায় শিশু ও বৃদ্ধের অতিরিক্ত যত্নের পরামর্শ দিয়েছেন। নওগাঁর বদলগাছি আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ