ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

বরগুনায় উদ্ধার হরিণের মাংস মাটি চাপা, আটক ১

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ২১:৩৬

বরগুনার পাথরঘাটায় একটি মাথাসহ ২ কেজি হরিণের মাংস উদ্ধারের পর মাটি চাপা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলা বন বিভাগের কার্যালয়ে আদালতের নির্দেশে মাটি চাপা দেওয়া হয়।

এর আগে দুপুর ২টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা একটি ব্যাগ ভর্তি উদ্ধার করা হয়। এ সময় মো. ইউনুস নামে একজনকে আটক করে বন বিভাগ।

আটক ইউনুস পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার হওয়া হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল মাংস ও মাথা মাটি চাপার নির্দেশ দেন। আটক ব্যক্তিতে জেল হাজতে প্রেরণ করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ