ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আমের মুকুলে ছেয়ে গেছে গফরগাঁও

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ২১:০৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ২২:০২

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। পৌষের শেষের দিকে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। এমন অবস্থাতেই আমের মুকুলের ম-ম ঘ্রাণ ছড়াচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ে।

পৌষের শেষ দিকে ডাল ভরে গেছে থোকা থোকা মুকুলে। কিছুদিনের মধ্যেই গাছে গাছে মৌমাছির গুঞ্জন আর মুকুলের ম-ম গন্ধে প্রকৃতিতে সৃষ্টি হবে নতুন ছন্দের। কয়েক মাসের মধ্যেই গাছের ডালে ডালে ঝুলবে নানা জাত ও বর্ণের আম।

উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি ও পাঁচাহার এলাকা ঘুরে দেখা যায়, আগাম আমের মুকুলে ছেয়ে গেছে। সাধারণত মাঘের শেষের দিকে অথবা ফাগুনের শুরুতে আমগাছে মুকুল আসে। সেখানে আগাম এই মুকুল দেখে মুগ্ধ এলাকাবাসী।

পাঁচাহার গ্রামের মাছুম বিল্লাহ খানসহ অনেকের আম গাছে মুকুল এসেছে। এখন তারা গাছের পরিচর্যা করছেন।

একই গ্রামের জাকির হোসেন খান বলেন, অনেক আম গাছেই মুকুলে ভরে গেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে।

গফরগাঁও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা বলেন, পৌষের শেষ দিকে আগাম কিছু জাতের মুকুল এরই মধ্যে আসতে শুরু করেছে। এখনিই যেসব গাছে মুকুল এসেছে সেসব গাছে অধিক ফলনের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। সাধারণত মাঘের মাঝামাঝি বা শেষের দিকে আমের মুকুল আসে। আগাম জাতের আমের মুকুল সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে ফলে পরিণত করতে পারলে কৃষকরা অধিক লাভবান হবেন।

আগামী ২০/২৫ দিনের মধ্যে প্রায় সব গাছেই মুকুল আসতে শুরু করবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ