ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পাঁচ মাসেও মেলেনি মিলনের সন্ধান

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১৬:৫০

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের কুলি আইজুল ইসলামের বড় ছেলে মিলন হোসেনকে (নির্মাণ শ্রমিক) (৩৪) ২০২৩ সালের ১৮ আগস্ট ভোর পাঁচটায় সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিখন ইসলাম ও পাথরখুড়া ডিমলা গ্রামের জিটির ছেলে শ্যামল রায় কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর গত পাঁচ মাস পেরিয়ে গেলেও মিলনের কোনো সন্ধান মেলেনি।

মিলনের বাবার অভিযোগ সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিখন ইসলাম ও পাথরখুড়া ডিমলা গ্রামের জিটির ছেলে শ্যামল রায় তার ছেলেকে ভারতীয় গরু পারাপারের জন্য ডেকে নিয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় নিয়ে যায়। এর পর হতে তিনি তার ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না।

এদিকে মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া দুজন গা ঢাকা দিয়ে রয়েছেন গত পাঁচ মাস যাবৎ। নিখোঁজ মিলনের বাবা আইজুল ইসলাম ছেলেকে খুঁজে না পেয়ে গত ২১ সেপ্টেম্বর ২০২৩ ডিমলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। যার নম্বর ১০১১।

ডিমলা থানার ওসি দেবাশিষ রায় বলেন, মিলনকে উদ্ধারে আমরা চেষ্টা করছি। যারা মিলনকে ডেকে নিয়ে গেছে আমরা তাদের বিষয়েও খোঁজখবর নিচ্ছি। তবে তারা এলাকায় না থাকায় বিষয়টি নিশ্চিত হতে পারছি না। মিলনকে উদ্ধারের বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

মিলনের স্ত্রী তাজমিরা নিখোঁজ স্বামীর বেদনা ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ