ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নতুন কাঠামোতে বেতন দাবি, গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৫২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১৪:০২

সরকার ঘোষিত নতুন কাঠামোতে বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে ক্রাউন কারখানার কয়েক শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকালে জেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।

সড়ক অবরোধের কারণে এদিন সকাল ৮টা থেকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে মাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

কারখানার শ্রমিক আসমা আক্তার বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এছাড়া পে-সিড থেকে বেতনের টাকা কম দেওয়ার বিষয়টি নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে গেলেও, তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।

মো. আশরাফুল ইসলাম নামে আরেক শ্রমিক বলেন, সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে। কিন্তু কারখানা কতৃপক্ষ আমাদের বেতন এখনো বৃদ্ধি করেনি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই অল্প বেতনে সংসার চালাতে আমরা হিমসিম খাচ্ছি। সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও, আমাদের রাস্তায় নামতে হচ্ছে। কী করব, যে বেতন পাই, তা দিয়ে বাসা ভাড়া আর দোকানের বাকি দিলেই সব শেষ! মাসজুড়েই হাত শূন্য থাকে।

এমনকি, বছর শেষে ছুটি-ভাতা পরিশোধ না করেই কর্তৃপক্ষ জোর করে স্বাক্ষর নেয় বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও ওভার টাইমসহ নানা বিষয়ে অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান শ্রমিকরা।

এ বিষয়ে জানতে চাইলে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার ইনচার্জ আজাদ বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। পরে আপনার সঙ্গে কথা বলবো।’

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, কারখানার মালিক বিদেশে আছেন। উনি আসলে আগামী মাসের ৫ তারিখ বসে সব সমস্যার সমাধান করা হবে।

এ বিষয়ে শ্রমিকদের কোনো প্রকার হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/আতারা/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ