ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে দম্পতির মৃত্যু 

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১০:৫৯

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। স্থানীয়দের বরাতে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী ট্রেনে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে পৌঁছালে একটি ট্রাক নছিমনে ধাক্কা দিলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ