টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অধ্যক্ষ পদে সংযুক্ত হয়েছেন মো. আবদুল মান্নান। তিনি সাতক্ষীরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি সরকারিকরণের দীর্ঘদিন অধ্যক্ষ শূন্য থাকার পর এ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা আবদুল মান্নানকে (৪৮৬৩) সংযুক্ত করা হয়েছে। নতুন অধ্যক্ষের প্রজ্ঞাপন জারির পর সংবাদটি ছড়িয়ে পড়ে। এতে করে ওই প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মচারী ও স্থানীয়দের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে।
মো. আবদুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নয়া শতাব্দীকে বলেন, আমি শিক্ষার সাথে দীর্ঘদিন রয়েছি, কলেজের সার্বিক উন্নয়ন করতে সর্বপ্রথম শিক্ষকদের উন্নয়ন করা প্রয়োজন, তারপর শিক্ষার্থীদের। আমি এসব বিষয় নিয়ে শিক্ষকদের বিভিন্ন ট্রেনিং এরও ব্যবস্থা করব। কলেজটি যেহেতু নতুন সরকারিকরণ হয়েছে সেহেতু কিছু চ্যালেঞ্জতো রয়েছে। চ্যালেঞ্জগুলো ভেদ করে যতো দ্রুত সম্ভব কলেজটিকে সারাদেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে দাঁড় করানোর চিন্তাভাবনা আছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ