ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

গাছে ঝুলছিল গৃহবধূর মরদেহ

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৪, ২০:৫০

সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিফা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাছুম মিয়ার স্ত্রী।তাদের দেড় বছরের এক কন্যা শিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলাবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। রাত ২টার দিকে মেয়ের কান্না শুনে মাছুম মিয়া জেগে উঠে দেখেন তার স্ত্রী পাশে নেই। পরে স্ত্রীকে খুঁজতে গিয়ে দেখতে পান সে বাড়ির পিছনের আম গাছের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় মেম্বার) জাকির হোসাইন বলেন, অভাবের সংসারে একমাত্র কন্যা শিশুকে নিয়ে তারা বেশ সুখেই ছিল। হঠাৎ করে কেন সে আত্মহত্যা করল বুঝতে পারছি না। তাদের মধ্যে কখনও ঝগড়া হতেও শুনিনি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ