ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমনিুল ইসলাম শাহানের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটনের সঞ্চালনায় র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নান্দাইল দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, বাবু রাশমোহন সাহা, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক সহ উপজেলা আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ