ময়মনসিংহের ভালুকায় শতাধিক কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বাগান মালিক।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার ধলিয়া দেয়ালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মালিক শফিকুল ইসলাম বাগানে গিয়ে দেখেন কলাগাছগুলো জমিতে পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম গ্রামের বাড়িতে ২১শতক জমিতে কলা গাছের বাগান করেন। দেড়মাস পর কলা গাছে ফলন ধরার কথা। এ অবস্থায় মঙ্গলবার রাতে শত্রুতা করে বাগানের শতাধিক কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
কলা বাগান মালিক শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সকালে গিয়ে দেখি বাগানের শতাধিক কলাগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা রাখা হয়েছে। আর মাত্র দেড়মাসের মধ্যে ফলন আসতো। এই অবস্থায় এখন আমার মাথায় হাত। শত্রুতা করে আমার কলা বাগানের ক্ষতি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ