ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাদিয়া খাতুন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তত্ত্বিপুর নিউমডার্ন ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিয়া সাতক্ষীরার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। শিশুটির বাবা উপজেলার তত্ত্বিপুর এলাকার নিউমডার্ন ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে সাদিয়া ইটভাটার পাশে খেলা করছিল। এ সময় বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ