ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এমপি হলেন বঙ্গবন্ধুকে 'হৃদয়ে লালন করা' সেই আজাদ

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ হৃদয়ে লালন করা মোহাম্মদ আবুল কালাম আজাদ কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে ভোটে অংশ নেন তিনি।

বঙ্গবন্ধুকে ভালোবেসে আবুল কালাম আজাদ জাতির পিতা ও ১৯৭৫ এর ১৫ আগস্টে শহিদ হওয়া তার পরিবারের সদস্যকে স্মরণ করে ২০২২ সালে ১০০টি গরু ও অন্যান্য ধর্মালম্বীদের ছাগল জবাই করে কোরআন পাঠ, মিলাদ- মাহফিল করে পুরো দেবিদ্বারের মানুষকে তাবারুক খাইয়েছেন। গত বছর ২০২৩ সালে বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে আবুল কালাম আজাদ ১৫ দিনব্যাপী মিলাদ-মাহফিল, কোরআন খতম করেছেন। গত বছর জাতীয় শোক দিবসে কাঙালিভোজ উপলক্ষ্যে ২০টি গরু ও ৪০টি ছাগল এবং নগদ অর্থ দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং তৎকালীন সময়ে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়া, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে গরু ও ২টি করে ছাগল (খাসি) এবং প্রতি ইউনিয়নে আনুষঙ্গিক খরচ বাবদ নগদ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

তাছাড়া কুমিল্লা জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা মৎসজীবী লীগকে ১টি করে গরু ও ২টি করে ছাগল (খাসি) বিতরণ করা হয়। যা দিয়ে বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছিল।

জাতির পিতার প্রতি হৃদয়ে টান সম্পর্কে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, আমি গত চার বছর ধরে জাতির পিতার স্মরণে আমি মিলাদ মাহফিল করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য পিতা-মাতা, ভাই-ভাবিসহ সব আত্মীয় স্বজনকে হারিয়েছেন। বঙ্গবন্ধুর মতো পিতা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মতো মাতা, শেখ কামাল ও শেখ জামালের মতো ভাই, ছোট শিশু শেখ রাসেলের মতো ভাই হারানোর যে তীব্র ব্যথা তা আমরা অনুধাবন করতে পারব না। একমাত্র প্রধানমন্ত্রীই বোঝেন তাদেরকে হারিয়ে তিনি কতটা নিঃস্ব। প্রতি বছরে ১৫ আগস্ট এলে আমি তা নিজেকে দিয়ে অনুভব করার চেষ্টা করি।

আবুল কালাম আজাদ আরও বলেন, প্রায় আড়াই বছর আমি দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। যে কোনো বিপদ-আপদে দেবিদ্বারের মানুষের পাশে থাকার চেষ্টা করি। তাই তারা আমাকে সাড়ে ১৫ হাজারের বেশি ভোটের ব্যাবধানে নির্বাচিত করেছেন। কুমিল্লার ১১টি আসনের প্রভাবশালী সংসদ সদস্যদের মধ্যে রাজী মোহাম্মদ ফখরুল দুই বারের নির্বাচিত একজন প্রভবশালী এমপি। বিগত ১০ বছরের তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি দেবিদ্বারবাসীর কাছে তিনি সমালোচিত হয়েছেন। দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় এমপি ও তার আত্মীয় স্বজনের জাল ভোট দেওয়ার সংবাদ ভাইরাল হয়েছে। তারপরও দেবিদ্বারের সর্বস্তরের মানুষ আমার পাশে থাকার কারণে তাদের ভালবাসায় আমি জয়লাভ করেছি। আমি কথা দিচ্ছি, আগামী ৫ বছর আমি দেবিদ্বারবাসীর নেতা হয়ে নয় সেবক হয়ে থাকব ইনশাআল্লাহ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ