ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খান আহমেদ শুভ

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৪, ১৫:২১

সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে নবনির্বাচিত খান আহমেদ শুভ।

বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকেসহ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খান আহমেদ শুভ ২০২২ সালের ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি। গত রোববার (৭ জানুয়ারি) ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি আবারও এ আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের ছেলে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ