ঝিনাইদহ পৌর শহরে বরুন ঘোষ (৪৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের পাশে হামদহ ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বরুণের ভাই অরুণ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন বরুন ঘোষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। বাড়ি থেকে ভাত খেয়ে সন্ধ্যায় শহরের ঘোষপাড়ায় অবস্থান করছিলে। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।
তিনি জানান, স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বরুণকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে আসার আগেই সে মারা যান।
ঝিনাদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, শহরের ঘোষপাড়া এলাকায় বরুন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি আমরা এর ফলাফল পাবো বলে আশা করি।
এদিকে শহরের মধ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ