ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাক-পিকআপ সংঘর্ষে নওগাঁয় নিহত ৩

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৪, ২২:৩১

ড্রাম ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নওগাঁর মান্দায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলারর সিরাজুলের ছেলে রাজন (৩৫) ও মান্দা উপজেলার চকরামপুর এলাকার আব্দুল কাদেরের ছেলেন রবিউল (৪০)। এক জনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ১০ চাকার একটি ড্রাম টাক রাজশাহী দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে আসা একটি পিকআপের সঙ্গে শ্রীরামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আরেক জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। পরে আরও একজন মারা যান। এ ঘটনায় আরও ৭ গুরুতর আহত হয়েছেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা পিকআপের যাত্রী ছিলেন। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ