ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নান্দাইলে আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৪, ২২:১৪

ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দুলাল মিয়ার জুতার দোকান ও একটি বেকারি এবং নজরুল মিয়ার হোমিও ফার্মেসি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে মশা নিধনকারী কয়েলের আগুন বা বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ব্যবসায়ীদের সবকিছু পুড়ে শেষ হয়েছে।

খবর পেয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সান্ত্বনা প্রদান করেন।

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার সাইদুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত পাওয়া যায়নি। তিনটি দোকানই হাফ বিল্ডিং ঘর ছিল। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ