কুমিল্লার দাউদকান্দিতে রাস্তা পার হতে গিয়ে বাসপাচায় মীম নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের পাশে হোসেনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।
নিহত মীম হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তাৎক্ষণিক নিহতের পরিবারের পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, কলেজের পাশে হোসেনপুর সড়কে অজ্ঞতানামা বাস মীমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এই কলেজছাত্রী মারা যান।
পরে মীমের সহপাঠীরা শুনতে পেয়ে সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘাতক বাসচালক ও গাড়ি আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ