দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের-১১ ভালুকা আসনে প্রতিদ্বন্দ্বী করা ৭ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থী অর্ধশত কেন্দ্রে একটি ভোটও পাননি। পাশাপাশি হারিয়েছেন জামানতও।
এ আসনে মোট ১০৫ ভোট কেন্দ্রে ১ লাখ ৫৪হাজার ৩০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বৈধভোট ১ লাখ ৫২ হাজার ৫৪৯। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৫.৯২ শতাংশ।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা আ.লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতীক নিয়ে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে ৫৬ হাজার ৪২০ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবিএম জিয়া উদ্দিন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) একতারা প্রতীক নিয়ে ১৭৮ ভোট পেয়েছেন। মোট ১০৫ ভোট কেন্দ্রের মাঝে ৪০টি কেন্দ্রে কোনো ভোট পাননি।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা ঈগল প্রতীক নিয়ে ১৩৯ ভোট পেয়েছেন। তিনিও ৪০ কেন্দ্রে কোনো ভোট পাননি।
মো. নাসির উদ্দিন তৃণমূল বিএনপি সোনালী আঁশ (পাট) প্রতীক নিয়ে ৯৬ ভোট পেয়েছেন। তিনি ৪৬ কেন্দ্রে কোনো ভোট পাননি।
মো. মজিবুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি (এপিপি) আম প্রতীক নিয়ে ১০৮ ভোট পেয়েছেন। তিনি ৪৭ কেন্দ্রে কোনো ভোট পাননি।
মো. হাফিজ উদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ৩২৮ ভোট পেয়েছেন। তিনি ১৮ কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন।
তবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করলেও কোনো পোস্টার ও লিফলেট ছাপাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদকে সমর্থন দিয়ে ট্রাকের পক্ষে নির্বাচন করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ