শেরপুরের নালিতাবাড়ীতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের হালুয়াঘাট শহরের মৃত রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোল্লারপাড় এলাকায় ময়মনসিংহ ও জামালপুর থেকে যৌথভাবে পরিচালিত হীরা ইলেকট্রনিক্স ও সামিট কমিউনিকেশন এর ইন্টারনেট সংযোগের কাজ করছিল জাহাঙ্গীর আলম। অসাবধানতা অবস্থায় কাজ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে সহকর্মীরা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ