সংসদে নিজের প্রথম প্রস্তাবেই ইমামদের সম্মানী-ভাতার বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন পিরোজপুর-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।
সোমবার (৮ জানুয়ারি) রাতে কাউখালী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি একথা বলেন।
এসময় প্রথমবার এমপি হওয়া এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আজ থেকে নৌকাই আমার মার্কা। বিগত দিনে যে উন্নয়নের বৈষম্য করা হয়েছে, উন্নয়নে পিছিয়ে থাকা কাউখালীকে উন্নয়ন করে পুষিয়ে দেবো।
মহিউদ্দিন মহারাজ বলেন, সংসদে গিয়ে আমি যে প্রথম প্রস্তাবটা রাখবো ইমামদের সম্মানি-ভাতা দেওয়া নিয়ে এবং প্রথম এমপি হিসেবে যে ডিউলেটার দেবো তা হলো কাউখালীকে পৌরসভা করার ডিউলেটার। এই আসনের দীর্ঘদিনের যে সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন, তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, তিনিও উন্নয়ন করেছেন। তিনি আমার মুরব্বি, আমি তার সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান,
চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সহ সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ