গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় রোকসানা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বংশাই ব্রিজের পশ্চিম পাশে হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকসানা আক্তার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ছোট ছতরাগাছা গ্রামের আমান শেখের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি কারখানায় চাকরি নিতে যান রোকসানা। সেখান থেকে ফিরার পথে দুপুরে উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় মির্জাপুর থেকে ছেড়ে আসা মুত্তাক্বিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোকসানার মৃত্যু হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের আইল্যান্ডে উঠে যায়। পরে এলাকাবাসী পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ