রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৫) ও একই গ্রামের জেকেরের ছেলে আবু সাঈদ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে তাহেরপুর থেকে এমপি সাফারি (রাজ মেট্রো ব-১১-০০৯২) নামক বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিলো। বাসটি পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরবাইককে চাপা দিলে বাইকে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই বাইকআরোহী। তবে বাইকআরোহীরাই দ্রুত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে যায়। তখনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।
ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে উল্লেখ করে ওসি আরও জানান, নিহতের পরিবারের লোকজন ও স্থানীয় চেয়ারম্যানসহ বসে একটি মিমাংসা করার চেষ্টা করছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ