সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যান এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আটোচালকসহ এক মধ্য বয়সী নারী নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশের হামকুড়িয়া খান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার বড় বেলাই গ্রামের আমির হোসেনের ছেলে অটোচালক মো. সাইদুর রহমান (৩২) এবং মধ্য বয়সী এক নারী যার পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তার পূর্ব দিক থেকে অটোচালক মো. সাইদুর রহমান এক নারী আরোহীকে নিয়ে নাটোরের গুরুদাসপুর এলাকার কাছিকাটা বাজারে যাচ্ছিলেন। হামকুড়িয়া খান পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অতিরিক্ত সরিষা বোঝাই ভুটভুটির সাথে তাদের বহনকারী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটোচালক এবং আটোতে থাকা আরোহী ওই নারী নিহত হন।
খবর পেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং তাড়াশ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, হাইওয়ে থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ