ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সপ্তম বারের মতো এমপি হলেন বীর বাহাদুর উশৈসিং

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১৪:০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ৬৭১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩শ ৬১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

এসময় তিনি বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুরকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে মোট ৬৪.৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি। এদিন সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

এদিকে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং টানা ৭ম বারের মতো ৩০০নম্বর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা বীর বাহাদুর উশৈসিংকে ফুল দিয়ে বরণ করে নেন।

সকালে প্রথমে বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে বীর বাহাদুর উশৈসিংকে ফুল দিয়ে বরণ করে নেন বান্দরবান প্রেসক্লাবের সদস্যরা। এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপরে জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন এলাকার জনগণ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংকে বরণ করে নেন।

এসময় বীর বাহাদুর উশৈসিংয়ের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্বল কান্তি দাশসহ দলীয় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে টানা ৭ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন ৩০০নম্বর আসনের সংসদ সদস্য বীর বাহাদুর। তিনি বলেন, ধারাবাহিকভাবে বান্দরবানের উন্নয়ন কাজ তরান্বিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাবে।

প্রসঙ্গত, বান্দরবান ৩০০নম্বর আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ৩০ জন। ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর এক লাখ ৭২ হাজার ৬৭১ ভোট পেয়ে টানা ৭ম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন বীর বাহাদুর উশৈসিং।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ