নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটের মোংলায় নৌকা প্রতীকের ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে ঈগল প্রতীকের কর্মীরা। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন শেখ জানান, ভোটের দিন নৌকার এজেন্ট থাকায় রাতে মাদুরপাল্টা গ্রামে ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানবেন্দ্র মল্লিক (৩৫) ও তার ভাই দিজেন্দ্র মল্লিকতে (৩৩) দা দিয়ে কুপিয়ে জখম করেছেন ঈগল প্রতীকের কর্মী সজল ও উজ্জল। এছাড়া একই সময়ে ওই ইউনিয়নের বাঁশতলা গ্রামে ঈগলের কর্মীদের হামলায় আহত হন নৌকা প্রতীকের আরেক কর্মী সুমন শেখ (১৮)।
অপরদিকে সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন সরদার জানান, ভোট ঈগলে না দিয়ে নৌকায় দেয়ায় রোববার রাতে ঈগল প্রতীকের কর্মীরা সোনাইলতা গ্রামের নৌকা প্রতীকের কর্মী রবিউল শেখ (৪২), জুবায়ের সরদার (২৩), নাজমুল সরদার (২৪), তফিম সরদার (৩৫) ও আজমল সরদারকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন। তাদেরকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঈগল প্রতীকের কর্মীরা নৌকা প্রতীকের কর্মীদের কুপিয়ে জখমের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রাতেই তারা নিজেরা নিজেদের দোকানপাট ও ঘরের জিনিসপত্র ভেঙ্গে নৌকার উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ও হুমায়ুন সরদার বলেন, নৌকা জিতেও আমাদের নৌকার নেতাকর্মীরা মার খাচ্ছেন। আমরা জিতলেও শান্ত রয়েছি, কিন্ত ঈগল প্রতীকের লোকজন গায়ে পড়ে আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, গতরাতের এ ঘটনায় আজ সোমবার সকালে থানায় পৃথক অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
পৃথক এসব ঘটনাকে ঘিরে ওই দুইটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও কেউকে আটক করতে পারেননি। এনিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের মাঝে।
মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার তদন্ত ও লিখিত অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ