দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচনের ফলাফলে এ তথ্য জানা যায়।
এবারের নির্বাচনে তিনি ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী তছলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১০ম ও ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ