ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বরগুনা-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার টুকু

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনে বেসরকারিভাবে ভোটে বিজয়ী হয়েছেন, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়া টুকু।

বরগুনা সদর, আমতলী, তালতলী এ তিন উপজেলা নিয়ে বরগুনা-১ আসন। তিন উপজেলার ১৮৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতীকে ৬১৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার ফোরকান কাঁচি প্রতীকে ৫৭৮৭৪ ভোট পেয়েছে। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তিনি ৫৪১৬৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিস থেকে পাওয়া তথ্যে উল্লেখ্য বরগুনা এক আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৭টি, কক্ষের সংখ্যা ছিল ১১৫৭টি, মোট পুরুষ ভোটার ছিল ২ লাখ ৪১ হাজার ৭৫২ জন, মহিলা ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ০৮ জন। মোট ভোটার সংখ্যা ৪,৮৩৯১১ জন। ভোটের শতকরা হার ৪০.৫৮ ভাগ। এ ফলাফল ঘোষণা করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহা. রফিকুল ইসলাম।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ