ঝিনাইদহের চারটি আসনে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারি ফলাফলে দেখা গেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে বিভিন্ন ভোটকেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত হয়। এছাড়া কিছু কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে মানুষ আসতে থাকে। বিকাল ৫টার পর বিভিন্ন কেন্দ্র ও উপজেলা থেকে জেলা রিটার্নিং অফিসারের দফতরে ফলাফল আসতে থাকে।
বেসরকারি ফলাফলে দেখা যায়, ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৪ হাজার ৩শ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতীক নিয়ে ৮০ হাজার ৫শ ৪৭ ভোট পেয়েছেন।
ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল ১ লাখ ৩৬ হাজার ৭শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি ১ লাখ ১৬ হাজার ২শ ৭ ভোট পেয়ে পরাজিত হন।
ঝিনাইদহ-৩ আসনে নৌকার নতুন প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য মো. শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৯শ ৯ ভোট পেয়ে পরাজিত হন।
ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৯৫ হাজার ৯শ ৭ ভোট পেয়ে নৌকার মাঝি অক্ষুণ্ণ রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতীক নিয়ে ৫৭ হাজার ১শ ৯৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ