ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের জয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিশাল ব্যবধানে জিতেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন সাকিব।

সাকিবের এমন জয়ে মাগুরাবাসী ও ক্রিকেট সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বসিত তার স্ত্রী উম্মে আহমেদ শিশির (সাকিব উম্মে আল হাসান)। স্বামী সাকিবের নানান উত্থান-পতনে অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন শেষেও ব্যতিক্রম হয়নি।

সাকিবকে অভিনন্দন জানিয়ে শিশির স্ট্যাটাসে লেখেন, 'প্রিয় স্বামী, নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন, জীবনের সব খেলায় সবসময় জয়ী তুমি। আমি সেখানে না থাকলেও, আমার সমর্থন সবসময় তোমার সঙ্গে ছিল। ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর জন্য মাগুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ।'

উল্লেখ্য, মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ