দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মুক্তিযুদ্ধ মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
রোববার (৭ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ ফলাফল জানা গেছে।
ঘোষিত ফলাফলে জানা গেছে, গাজীপুর-১ আসনে দলীয় মনোনীত নৌকা প্রতীক নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ৯২ হাজার ৭৮৮ ভোট পান। এতে ১৬ হাজার ৪৩৯ ভোট বেশি পেয়ে ফের নির্বাচিত হন মুক্তিযুদ্ধ মন্ত্রী।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ