ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম-৪: বিপুল ব্যবধানে নৌকার মামুন জয়ী

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:২১

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী) আংশিক আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) ২৮১ চট্টগ্রাম-৪ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলাম ১২৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আলহাজ এস এম আল মামুন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে মো. দিদারুল কবির পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে লায়র মোহাম্মদ ইমরান পেয়েছেন ৪ হাজার ৫০০ ভোট।

তবে, ভোট শেষ হওয়ার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির ও স্বতন্ত্র প্রার্থী লায়ন ইমরান নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ১৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৮২৭ জন, নারী ২ লাখ ২৩শ ৩৭ ও তৃতীয় লিঙ্গের ৮ জন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ