শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এতে ষষ্ঠ বারের মতো এমপি হলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাত আটটায় নকলা ও নালিতাবাড়ীর দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
মতিয়া চৌধুরী ২ লাখ ২০ হাজার ১৪২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে লাল মোহাম্মদ মশাল প্রতীক পেয়েছেন ৪ হাজার পাঁচশত ৭৬ ভোট।
অন্যদিকে, আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ আঙ্গুর ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার তিনশত ৪২ ভোট।
শেরপুর-২ আসনে মোট ভোট সংখ্যা ছিল চার লাখ বারো হাজার তিনশত দশ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ১০ হাজার দুইশত ৭১ জন। সংসদীয় এই আসনে সর্বমোট ৫৬.৫৬ % মোট ভোট প্রাপ্তি ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটাররা ১৫৪টি ভোট কেন্দ্রের ৯০৬টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উল্লেখ্য, তিনটি সংসদীয় আসনের মাঝে দুইটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ