দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১ ও ২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীই।
রোববার (৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান।
ঘোষিত ফলাফলে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে এবং রাজবাড়ী-২ আসনে মো. জিল্লুল হাকিম ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক বিশ্বাস পেয়েছেন ৫৩ হাজার ১শ ৩২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. মান্নান মুসল্লী ঢেঁকি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫শ ৫২ ভোট, তৃণমূল বিএনপি থেকে ডি এম মজিবর রহমান সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ৯১ ভোট, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬'শ ১৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৭ ভোট।
এই আসনে ১৫৬টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৪ লাখ ৪ হাজার ১৮১ জন। এরমধ্যে মোট বৈধ ভোট ১৫,৬৯১৪ জন, বাতিলকৃত ভোট পড়েছে ২৬৭০ টি, ভোট পড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৮৪ টি। ভোটের শতকরা হার ৩৯.৪৮%।
রাজবাড়ী-২ আসনে মো. জিল্লুল হাকিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের নুরে আলম সিদ্দিকী পেয়েছেন ৪৬ হাজার ৪শ ৬৬ ভোট। জাসদের প্রার্থী মো. আব্দুল মতিন মিয়া মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬শ ২ ভোট, তৃণমূল বিএনপি ডি এম মজিবর রহমান সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ৭'শ ৬৫ ভোট, জাতীয় পার্টির মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫'শ ৩৪ ভোট এবং বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী মো. আবুল মালেক মন্ডল (ছড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪৭ ভোট।
এই আসনে ১৯৪টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন। এরমধ্যে মোট বৈধ ভোট ২৮,৫০৯৮ জন, বাতিলকৃত ভোট পড়েছে ৬১৪০ টি, ভোট ২ লাখ ১২ হাজার ৩৮ টি। ভোটের শতকরা হার ৫৫.১৩%।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ