ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

হ্যাটট্রিক করলেন মোরশেদ আলম 

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:০১

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম। এর মাধ্যমে টানা তিনবার নির্বাচিত হলেন তিনি।

বেসরকারি ফলাফলে মোরশেদ আলম পেয়েছেন ৫৬ হাজার ১৮৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূইয়া পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মোরশেদ আলম। এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

নোয়াখালী-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৪৬৪ জন। এর মাঝে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯২৭ ও নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৪৯১ জন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ