মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১

নাটোরে ৩টিতে নৌকা একটিতে স্বতন্ত্র জয়ী

প্রকাশনার সময়: ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:১১

নাটোরে চারটি আসনে তিনটিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার(৭ জানুয়ারি) রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদ ৭৭ হাজার ৯৪৫টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নৌকার প্রার্থী মো. শহিদুল ইসলাম বকুল পেয়েছে ৭৫ হাজার ৯৪৭টি।

নাটোর-২ (নাটোর সদর- নলডাঙ্গা) আসনে নৌকার প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল ১ লাখ ১৭ হাজার ৮৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫টি ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীক নিয়ে অ্যাড. জুনাইদ আহমেদ পলক ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকা প্রতীক নিয়ে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসন রয়েছে। চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার সংখ্যা ৭ লাখ ৩০ হাজার ২২৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন রয়েছে। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ